জাতীয়

সাত দিনের মধ্যে সারাদেশে বৃষ্টি হতে পারে

| November 27, 2023

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে লঘুচাপ। এটি আরো ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী সাতদিনের মধ্যে দেশে বৃষ্টি শুরু হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

বৃষ্টি শুরু হওয়ার আগ পর্যন্ত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও আরো ঘনীভূত হতে পারে।

সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গল ও বুধবারের আবহাওয়া একই রকম থাকতে পারে জানিয়ে তিনি বলেন, পরবর্তী পাঁচদিনে বৃষ্টি হতে পারে।

সোমবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তাই সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস ছিলো সীতাকুণ্ডে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply