স্পোর্টস ডেস্ক: বহুল কাঙ্ক্ষিত বিশ্বকাপ জয়ের তৃষ্ণা মিটেছে ভারতের। এমন আনন্দঘন সময়টা বিদায়ের ভালো উপলক্ষ্যও বটে। তাই তো বিরাট কোহলি এবং রোহিত শর্মার পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবীন্দ্র জাদেজাও। নিজের ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দিয়েছেন। তবে বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন ৩৫ বছর বয়সী এই তারকা।
ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় অলরাউন্ডার লিখেছেন, কৃতজ্ঞ চিত্তে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে আমি অবসর ঘোষণা করছি। গতিসম্পন্ন অটল ঘোড়ার মতো, যেখানে দেশের জন্য আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি এবং আমার অন্য ফরম্যাটগুলো চালিয়ে যাবো।
বিশ্বকাপে আইসিসির সেরা ‘ফ্যান্টাসি’ একাদশে রিশাদ
বিশ্বকাপ জয়ে স্বপ্ন পূরণ হওয়ায় কথা জানিয়ে জাদেজা আরো লেখেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হয়েছে। যা আমার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন। এই সংস্করণে অনেক স্মৃতি, উৎসাহ ও অপরিসীম সমর্থনের জন্য সবাইকে ধন্যবাদ।
দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে গতকাল বার্বাডোজে শিরোপা উৎসবে মাতে ভারত। ২০০৭ সালের পর দ্বিতীয়বার টি-টোয়েন্টিতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পরই ফাইনালসেরা বিরাট কোহলি অবসরের ঘোষণা দেন। পরবর্তীতে বিশ্বকাপজয়ী অধিনায়ক রোহিতও বিদায় জানান আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে। তাদের পর তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে অবসরের ঘোষণা দিলেন জাদেজা।
বিশ্বকাপ জিতে রেকর্ডের বন্যা ভারতের
সদ্য সমাপ্ত বিশ্বকাপে খুব একটা ছন্দে ছিলেন না এই তারকা অলরাউন্ডার। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ৯ বলে ১৭ রানের ক্যামিও ইনিংস খেলেছেন। সেটাই আসরটির কোনো ইনিংসে তার সর্বোচ্চ। বল হাতে ছিলেন না চেনা ছন্দে, ৭ ইনিংসে বল করে নেন মাত্র ১ উইকেট। অবশ্য কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলরা ফর্মে থাকার বদৌলতে ভারতীয় দলকে সেভাবে অসুবিধায় পড়তে হয়নি। তবে জাদেজার অভিজ্ঞতা রোহিতের দলের বড় শক্তি, অতীতে অনেক ম্যাচ জেতানো ভূমিকা ছিলো তার।
আরেকটি বিশ্বকাপ খেলার প্রত্যাশা সাকিবের
আন্তর্জাতিক ক্যারিয়ারে ভারতীয় এই অলরাউন্ডার সবমিলিয়ে ৭৪টি টি-টোয়েন্টি খেলেছেন। যেখানে ১২৭.১৬ স্ট্রাইকরেটে তার সংগ্রহ ৪০৫ রান। এছাড়া ৭.১৩ ইকোনমিতে ৫৪ উইকেট শিকার করেছেন জাদেজা। এ নিয়ে তিনি ছয়টি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন।
স্বাআলো/এস