খুলনা বিভাগ

জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করায় সাতক্ষীরায় আনন্দ মিছিল

| August 1, 2024

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করায় সরকারকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করা হয়েছে।

আওয়ামী লীগসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির সংগঠণের সদস্যরা বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেল সাড়ে ৬টায় বৃষ্টি উপেক্ষা করে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে থেকে এ মিছিল করে।

জামায়াত-শিবির নিষিদ্ধকে স্বাগত জানালো ৫ ছাত্র সংগঠন

মিছিলটি শহরের পাকপোল, আলাউদ্দিন চত্ত্বর, সঙ্গীতা মোড়, বকুলতলা হয়ে আবারো প্রেসক্লাবের সামনে ফিরে আসে।

মিছিলের অগ্রভাগে ছিলেন, সংরক্ষিত নারী সাংসদ লায়লা পারভিন সেঁজুতি, সাংবাদিক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবায়দুস সুলতান বাবলু, যুব মহিলালীগের সভাপতি সাদিয়া হোসেন, সাধারণ সম্পাদক এস সিদ্দিকী, ডাঃ সুব্রত কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের শামীমা পারভিন রত্না, পৌর আওয়ামী লীগের শাহাদাত হোসেন, আজমীর হোসেন, ছাত্রলীগ নেতা সাকিব ও তৌহিদ প্রমুখ।

স্বাআলো/এস

Debu Mallick