নদীর পাড়ে বেনারসি-আলতায় নজর কাড়লেন জয়া

দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তার রূপেও মুগ্ধ অনুরাগীরা। ওয়েস্টার্ন থেকে শুরু করে ট্র্যাডিশনাল শাড়ি, নিত্য নতুন ফ্যাশন সেন্সে আবেদনময়ী হয়ে ধরা দেন জয়া আহসান; একইসঙ্গে এতে ছড়িয়ে পড়ে উষ্ণতাও।

দেশের তুলনায় এখন ভারতেই বেশি আনাগোনা জয়া আহসানের। সম্প্রতি ওপার বাংলার প্রসেনজিত দাস রিশভের স্টাইলিংয়ে নিজেকে ধরা দেন তিনি। বেনারসিতে জয়ার সেই অনবদ্য লুকই এখন ভেসে বেড়াচ্ছে নিউজফিডে, যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা।

প্রায় যেকোনো পোশাকেই মানানসই জয়া আহসান। দিন কয়েক আগে সবুজ ব্লাউজের সঙ্গে লাল বেনারসির চমৎকার এক কম্বিনেশনে ধরা দেন তিনি। সঙ্গে ঐতিহ্যবাহী গয়না আর হাতে ছিল ধূপ-ধোঁয়ার আয়োজন। এরপর বৃহস্পতিবার সকালে স্ক্রলিংয়ে চোখ আটকে যায় জয়ার চার ছবির কোলাজে। সেদিনের ফটোশুটেই আবার দেখা মিলল তাকে, তবে আগের চেয়ে খানিকটা খোলামেলা অবতারে!

চার ছবির কোলাজে মোট ১১ টি ছবি এদিন পোস্ট করেন জয়া। তাতে দেখা যায়, একটি নদীর পাড়ে অভিনেত্রী। সিঁড়ির পাড়ে আবির ফেলে পা দিয়ে নাড়ছেন, নদীর পানিতেও ডুবিয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখো, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।’

জয়াকে এমন অবতারে দেখে নেটিজেনদের মন্তব্য এমন- ‘দিন যতো যাচ্ছে, বয়স কমছে জয়ার।’ আরেকজন লিখেছেন, ‘শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা’, আরেকজনের মন্তব্য, ‘সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।’

নেদারল্যান্ডের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে জয়া আহসান অভিনীত কলকাতার ছবি ‘পুতুল নাচের ইতিকথা’। সম্প্রতি সেখানে যোগ দিয়েছিলেন তিনি। জানা গেছে, অনেক দর্শক ছবিটি দেখেছেন, পছন্দ করেছেন। যার ফলে সেখান থেকে প্রশংসা পাচ্ছেন জয়া।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...