একদিনে ২৩ চাকরির পরীক্ষা, মহাবিপাকে চাকরিপ্রার্থীরা

চাকরি ডেস্ক চাকরি ডেস্ক | May 20, 2025

আগামী শুক্রবার (২৩ মে) সারাদেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ২৩টি নিয়োগ পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিনে এত বিপুল সংখ্যক পরীক্ষা নির্ধারিত হওয়ায় মারাত্মক সংকটে পড়েছেন হাজার হাজার চাকরিপ্রার্থী।

অনেক পরীক্ষার্থী একাধিক গুরুত্বপূর্ণ চাকরির জন্য আবেদন করলেও একই সময়ে পরীক্ষা হওয়ায় সবগুলোতে অংশ নিতে পারবেন না। এতে চাকরিপ্রার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

বিশেষ করে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই), বিভিন্ন মন্ত্রণালয়, দফতর এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ নিয়োগ পরীক্ষাগুলো একই দিনে পড়ায় একাধিক পরীক্ষার সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

ফারুকীকে প্রশ্ন করায় চাকরিচ্যুতি? উপদেষ্টা বললেন ‘সংশ্লিষ্টতা নেই’, দায় দিলেন চ্যানেলকে

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে এক চাকরিপ্রার্থী বলেন, একদিকে বিসিএস প্রস্তুতি, অন্যদিকে আলাদা নিয়োগ পরীক্ষা সব কিছুর সঙ্গে যুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছি। কিন্তু এখন একদিনে এতগুলো পরীক্ষার ঘোষণায় সব গড়বড় হয়ে যাচ্ছে। যেনো ভাগ্যের ওপর নির্ভর করতে হচ্ছে কোনটা দেই, কোনটা ছাড়ি।

চাকরিপ্রার্থীদের অধিকার নিয়ে কাজ করা প্ল্যাটফর্ম ‘পিএসসি সংস্কার আন্দোলন’ এই পরিস্থিতিকে চাকরিপ্রার্থীদের সঙ্গে ‘চরম তামাশা’ বলে আখ্যা দিয়েছে। সংগঠনটির দফতর সম্পাদক আওরঙ্গজেবের স্বাক্ষর করা এক বিবৃতিতে সোমবার (১৯ মে) বলা হয়, একদিনে ২৩টি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত মূলত হাজার হাজার চাকরিপ্রার্থীর স্বপ্ন ও শ্রমকে অবমূল্যায়ন করার নামান্তর। এটি চরম অবিচার ও প্রশাসনিক ব্যর্থতা।

একই সঙ্গে সংগঠনটি অবিলম্বে পরীক্ষার তারিখগুলো পুনর্বিন্যাস করার দাবি জানিয়েছে। তারা একটি কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন এবং নিয়োগ পরীক্ষার সময়সূচি একাধিক প্রতিষ্ঠানের মধ্যে ভাগ করে নির্ধারণ করারও আহবান জানিয়েছে, যাতে চাকরিপ্রার্থীরা তাদের যোগ্যতার ভিত্তিতে একাধিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান।

স্বাআলো/এস