রংপুরে জেলা যুবদলের আনন্দ মিছিল

রংপুর ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি (আংশিক) অনুমোদন দেয়ায় বিএনপি চেয়ারম্যান বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছে আনন্দ মিছিল করেছে রংপুর জেলা যুবদল।

এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারন সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, ১নং যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল ও দফতর সম্পাদক নুরুল ইসলাম সোহেলকে অভিনন্দন জানানো হয়।

বুধবার (১০ জুলাই) নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয় থেকে মিছিলটি বের নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে।

যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও রংপুর জেলার বর্তমান সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস, সহ-সভাপতি তারেক হাসান সোহাগ, শরিফ শামিম হাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল ইসলাম মনু, সহ-সাংগঠনিক সম্পাদক সোহেল রানা ও বর্ষন আহমেদ বিপ্লব প্রমুখ।

এ সময় রংপুর জেলা যুবদল এবং উপজেলা-পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি কামনাসহ নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

তিস্তা নদীতে পানি বৃদ্ধি, কৃষকদের মাঝে আনন্দ

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট থেকে:উজানের ঢল ও শনিবার রাতের বৃষ্টিতে...

মরুকরণের মুখে উত্তরের জীবনরেখা

# পানিশুন্য তিস্তায় চাষাবাদ ব্যাহত, মহাপরিকল্পনা বাস্তবায়ন জরুরি হাসানুজ্জামান হাসান,...

দুই ধাপে ৬ দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা

ঢাকা অফিস: সরকারি কর্মকর্তা-কর্মচারীরা চলতি মে মাসে দুই দফায়...

উপকূলে নদী রক্ষা বাঁধে ফাটল, আতঙ্কে গ্রামবাসী

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পানি উন্নয়ন বোর্ডের...