সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল অরোহী দুইজন এবং সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা মিলগেট এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পৃথক এই হতাহতের এঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে।

নিহতরা হলো, সাতক্ষীরা সহরের মুনজিতপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে জয় (২০), সদর উপজেলার মাছখোলা শিবতলা গ্রামের হাবিবুল্লাহর ছেলে শিহাবুজ্জামান শিহাব (২০) এবং একই উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের কেয়ামত আলী দালালের ছেলে নজরুল ইসলাম দালাল (৬৫)।

পুলিশ জানায়, দুই বন্ধু জয় ও শিহাব একটি মোটরসাইকেলে মঙ্গলবার দুপুরের দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা এলাকা থেকে সাতক্ষীরার দিকে আসছিলো। পথিমধ্যে সদর উপজেলাধীন সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘোরিয়া এলাকায় ওহাব বিডিআরের ঘেরের সামনে পাকা রাস্তার উপর পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় জয় ও শিহাব। পুলিশ ঘাতক ট্রাক আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।

অপরদিকে সোমবার (১৬ ডিসেম্বর) রাতে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালতলা মিল বাজারে এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম দালাল (৬৫) গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।

নিহাতের নিকট আত্মীয় মোস্তাক আহমেদ জানান, নজরুল ইসলাম সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে বিনেরপোতা এলাকা থেকে সাতক্ষীরায় আসছিলেন। পথিমধ্যে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মিল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন নজরুল ইসলাম। পরে রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল ইসলাম পৃথক ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

যশোরে পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পিছু হটলো আদ্-দ্বীন কর্তৃপক্ষ

যশোর শহরের পুলেরহাট এলাকায় অবস্থিত আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল...

আলমডাঙ্গায় যুবককে গাছে বেঁধে নির্যাতন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় চুরির অভিযোগে বজলু ফারাজী (৩৫) নামের...

চুকনগরে গরুর হাট দখল নিতে দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগরে গরুর হাট দখলকে কেন্দ্র করে...

বিদ্যমান সংবিধানে বর্তমান সরকার অবৈধ : ফরহাদ মজহার

লেখক ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার বলেছেন, ‘এই গণঅভ্যুত্থান আমাদের...