যশোর

যশোরে সন্ত্রাসী রমজানকে কুপিয়ে হত্যা

| March 8, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধে চিহ্নিত সন্ত্রাসী রমজান আলীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা।

শুক্রবার (৮ মার্চ) রাতে শহরের রেলগেট এলাকায় এই ঘটনার পর পুলিশ তার লাশ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

নিহত রমজান আলী একই এলাকার মাদক দম্পতি রেখা-ফায়েকের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, বোমাবাজি ও মাদকসহ ৩২টি মামলা রয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কেএম শফিকুল আলম চৌধুরী জানিয়েছেন, ঘটনার কারণ উদঘাটন এবং দোষীদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।

স্বাআলো/এস

Shadhin Alo