নিজস্ব প্রতিবেদক: যশোরে সাইফুল ইসলাম সাগর (৩৫) নামে এক সন্ত্রাসীকে হাতুড়িপেটা করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে শহরতলীর ভেকুটিয়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সাগর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানায়, সাইফুল ইসলাম সাগর এলাকার সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। গত ১০/১২ দিন আগে একটি অস্ত্র মামলায় জেল খেটে তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর থেকে তিনি স্বাভাবিক জীবনযাপন করছিলেন। ওইদিন সন্ধ্যা ৭টার দিকে এলাকার কতিপয় দুর্বৃত্ত আচমকা তাকে ধরে মারধর শুরু করে। এসময় তাকে বেধড়ক মারধর ও তার দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এখান থেকে রাতেই তাকে ঢাকায় পথে অ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) বজলুর রশিদ টুলু বলেন, সাগরের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছিলো।
যশোরের পুলিশ সুপার (এসপি) জিয়া উদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, ঘটনাটি তিনি অবগত রয়েছেন। এর সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান চলছে।
উল্লেখ্য, আটক সাইফুল ইসলাম সাগরের বিরুদ্ধে একটি হত্যা মামলা, দুইটি মাদকের ও অস্ত্র আইনের মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া সাইফুল ইসলাম ২০১৬ সালে ডাকাতি করার সময় অস্ত্রসহ আটক হন। আটক সাগর চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ। বিগত বছরগুলোতে তার অত্যাচারে ভেকুটিয়া কলোনিপাড়ার মানুষ অতিষ্ঠ ছিল বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।
স্বাআলো/এস