যশোরের বেনাপোলের চোরাচালানের গডফাদার বহু মামলার আসামি বহুল আলোচিত বাদশা মল্লিককে অবশেষে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বুধবার (২ অক্টোবর) তাকে সীমান্ত এলাকা থেকে আইন-শৃঙ্খলা বাহিনী আটক করে।
তবে স্থানীয়রা কেউ কেউ বলছেন বিজিবি আবার কেউ কেউ বলছেন র্যাব সদস্যরা তাকে গ্রেফতার করে নিয়ে গেছে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন ভক্ত জানিয়েছেন, পুলিশ তাকে আটক করেনি। তবে অন্য কোনো বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে গেছে বলে শুনেছি, তবে এখনো নিশ্চিত করে বলতে পারছি না । এদিকে বাদশা মল্লিককে আটকের খবরে বেনাপোল এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। সীমান্ত এলাকার বাসিন্দারা আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের কাছে খোঁজখবর নেয়ার চেষ্টা করছেন। অনেকে উল্লাস প্রকাশ করেছেন।
সম্প্রতি বাদশা মল্লিকের বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় তথ্যবহুল সংবাদ প্রকাশিত হয়। যা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দৃষ্টি গোচরিভুত হয়।
মাদক সম্রাট বাদশার বিরুদ্ধে সোনা-অস্ত্র-ফেনসিডিল-গাঁজা-হুন্ডি ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বাদশা আন্তঃদেশীয় মাদকপাচারকারীদের সরদার হিসেবেও পরিচিত। যার নামে দেশের বিভিন্ন থানায় রয়েছে অস্ত্র ও মাদকসহ বিশেষ ক্ষমতা আইনের অসংখ্য মামলা। তারপরও থেমে নেই বেপরোয়া বাদশা।
স্বাআলো/এস