আইপিএল ফাইনাল: রাতে কলকাতার মুখোমুখি হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ এক মাসেরও বেশি সময় পেরিয়ে ফাইনালের মঞ্চে প্রবেশ করেছে আইপিএল। দেখতে দেখতে চলে এলো মাহেন্দ্রক্ষণ। আইপিএলের ১৭তম আসরের ফাইনাল মাঠে গড়াচ্ছে আজ। শিরোপার লড়াইয়ে নামবে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদ। তাতে কলকাতার লক্ষ্য ‘হ্যাটট্রিক’, হায়দরাবাদের চোখ দ্বিতীয় শিরোপায়।

আজ রবিবার (২৬ মে) চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে শ্রেয়াস আয়ারের কলকাতা ও প্যাট কামিন্সের হায়দরাবাদ।

হায়দরাবাদ এর আগে মাত্র একবারই শিরোপা জিতেছে। ২০১৬ সালের সে আসরে দলটির সাফল্যের পেছনের কারিগর ছিলেন এক বাংলাদেশী। সেই আসরে মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরম্যান্স এখনো মনে রেখেছে ক্রিকেট বিশ্ব। সেবার দলকে শিরোপা জিতিয়ে একমাত্র বিদেশি খেলোয়াড় হিসেবে সেরা উদীয়মানের পুরস্কার জেতেন মোস্তাফিজ।

অন্যদিকে কলকাতা নামবে তৃতীয় শিরোপার খোঁজে। এর আগে ২০১২ এবং ২০১৪ সালে চ্যাম্পিয়ন হয়েছিল দলটি। তাদের আগের দুইবারের সাফল্যেও অবদান আরেক বাংলাদেশির। তিনি সাকিব আল হাসান। প্রথমবার মাঠে থেকে দলকে জিতিয়েছেন সাকিব। পরেরবারও রেখেছেন অবদান।

কলকাতা ও হায়দরাবাদ দুই দল মিলে মোট পাঁচবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হতে পেরেছে তিনবার। নিজেদের সর্বশেষ ফাইনালেই হেরেছে দুই দল। দুটি দলই ফাইনালে হেরেছিল চেন্নাই সুপার কিংসের কাছে। হায়দরাবাদ হেরেছে ২০১৮ ও কলকাতা ২০২১ সালে। এবার অবশ্য চেন্নাই প্লে-অফেই উঠতে পারেনি।

এবার বেশ দাপট দেখিয়েছে কলকাতা ও হায়দরাবাদ। টুর্নামেন্টের সেরা দুটো দলই খেলবে ফাইনাল। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুইটি দল ছিলো কলকাতা ও হায়দরাবাদই। বোঝাই যাচ্ছে, ফাইনালে জম্পেশ এক লড়াইও অপেক্ষা করছে ক্রিকেটপ্রেমীদের জন্য। দেখা যাক, সে লড়াইয়ে কে হাসে শেষ হাসি!

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...