খুলনা: বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আবাসিক হলের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা নিজেরাই জোরপূর্বক হলের তালা ভেঙে প্রবেশ করেন।
এর আগে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্ধারিত সময়ের পূর্বে হল খুলে দেয়ার দাবিতে শিক্ষার্থীরা দুপুর ১টার দিকে ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিভিন্ন একাডেমিক ভবনের সামনে গিয়ে থামে এবং শিক্ষার্থীরা শিক্ষকদের কাছে হলের তালা খুলে দেয়ার জন্য অনুরোধ জানান। তবে শিক্ষকদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে প্রায় এক ঘণ্টা পর শিক্ষার্থীরা নিজেরাই তালা ভাঙার পদক্ষেপ নেন।
উল্লেখ্য, সোমবার রাতে অনুষ্ঠিত কুয়েটের সিন্ডিকেটের এক জরুরি সভায় আগামী ২ মে আবাসিক হল খোলা এবং ৪ মে থেকে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত গৃহীত হয়।
এই সিদ্ধান্ত ঘোষণার পরপরই শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন এবং তাৎক্ষণিকভাবে হল খুলে দেওয়ার দাবিতে সোমবার রাত থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তীব্র দাবদাহ উপেক্ষা করে গত দুই দিন ধরে তারা খোলা আকাশের নিচেই রাত কাটাচ্ছিলেন এবং তাদের দাবি আদায়ে অনড় ছিলেন। অবশেষে আজ দুপুরে তারা তালা ভেঙে হলে প্রবেশ করেন। এই ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।
স্বাআলো/এস