রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে জামায়াত- বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাতক্ষীরা সদরের দুইজন, দেবহাটায় একজন, কলারোয়ায় একজন ও তালায় একজন।
গ্রেফতারকৃতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়ন যুবদলের সভাপতি মফিদুল ইসলাম রানা। অন্য আসামিদের কোনো দলীয় পদ বা পদবী নেই।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, গত বছরের বিভিন্ন নাশকতা মামলার পলাতক আসামি হিসেবে চারটি থানার পাঁচজন আসামিকে বুধবার সকাল থেকে বৃহষ্পতিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
তাদেরকে বিভিন্ন তদন্তাধীন মামলায় গ্রেফতার দেখিয়ে বৃহষ্পতিবার বিকেলে স্ব স্ব থানা থেকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস