চুয়াডাঙ্গায় গমের চাহিদা বাড়লেও, কৃষক ঝুঁকছে ভূট্টার দিকে

জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: আগের তুলনায় গমের চাহিদা অনেক বেড়েছে, তবে দিন দিন গম উৎপাদনে আগ্রহ হারাচ্ছে চুয়াডাঙ্গার কৃষক। আগামীতে গম উৎপাদন বাড়াতে চাষিদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে।

কৃষকদের সাথে কথা বলে জানা যায় ,গম আবাদে আশানুরুপ লাভবান হতে পারছেন না তারা। তাই গম আবাদের পরিবর্তে ভূট্টার দিকে ঝুঁকছেন জেলার কৃষক।

২০১৬-২০১৭ অর্থবছরে এই এলাকায় গমে ব্যাপক হারে ব্লাস্ট রোগ দেখা দেয়। কৃষি অফিস ২০১৭,২০১৮-২০১৯ এই তিন বছর কৃষকদের গমের আবাদ থেকে নিরুৎসায়িত করা হয়। তখন থেকে কৃষকরা ভুট্টার দিকে ঝুঁকে পড়ে।

জেলা কৃষি অফিস সুত্রে জানা গেছে,তিন বছর বন্ধ থাকার পর ২০২০-২০২১ অর্থবছর থেকে আবারো চাষিদেরকে গমের আবাদে উদ্বুদ্ধ করা শুরু হয়। তখন থেকে জেলায় সামান্য আকারে শুরু হয় গমের আবাদ । চলতি গমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা এক হাজার ৬৮ হেক্টর জমিতে। এর মধ্যে সদর উপজেলায় ৫১ হেক্টর জমিতে,আলমডাঙ্গা উপজেলায় ৬৯০ হেক্টর জমিতে, দামুড়হুদা উপজেলায় ১৭০ হেক্টর জমিতে ও জীবননগর উপজেলায় ১৫৭ হেক্টর জমিতে।

২০২১-২২ অর্থবছরে জেলায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ১০২৭ হেক্টর জমিতে। এরমধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলায় ৬০ হেক্টর,আলমডাঙ্গায় ৪৯৬ হেক্টর, দামুড়হুদায় ১৬২ হেক্টর ও জীবননগর উপজেলায় ৩০৯ হেক্টর জমিতে।

২০২২-২০২৩ অর্থবছরে জেলায় ১০০৭ হেক্টর জমিতে গমের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় । এরমধ্যে সদর ৫০, আলমডাঙ্গায় ৪৫১, দামুড়হুদায় ২১৬ ও জীবননগর ২৯০ হেক্টর জমিতে। চলতি বছরেও জেলায় ১০০৭ হেক্টর এর মধ্যে অর্জন হয়েছে ৯৩২ হেক্টর, সদরে ৫০, আলমডাঙ্গায় ৪৩৯, দামুড়হুদায় ২২০ ও জীবননগর উপজেলায় ২২৩ হেক্টর জমিতে।

বিষ্ণপুর গ্রামের কৃষক আবুল বাশার বলেন, তিনি প্রতিবছর গমের চাষ করতেন ২০১৭-২০১৭ অর্থবছরে তার আড়াই বিঘা জমিতে আবাদ করেছিলেন সে বছর ক্ষেতে ব্যাপক হারে ব্লাস্ট রোগে আক্রান্ত হলে পুরা ক্ষেত নষ্ট হয়ে যায় এতে তিনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। পরে কৃষি বিভাগ থেকে কয়েক বছর গম চাষ করা থেকে বিরত থাকতে বলা হয়। পরে তিনি সে জমিতে ভুট্টার আবাদ করেন এতে সে ভালো লাভবান হয়। সেই থেকে একই ভাবে ভুট্টার চাষ করে আসছিলো। চলতি বছর কৃষি অফিসের পরামর্শে তিনি আড়াই বিঘা জমিতে গমের আবাদ করেছেন গম খুব ভালো হয়েছে ইতোমধ্যে গম ফুলে গেছে আবহাওয়া অনুকুলে থাকলে এবার এই গম চাষে ভালো লাভবান হবেন বলে আশা করছেন।

একই উপজেলার নতুন বাস্তপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, তিনি চলতি মৌসুমে ৪২ শতাংশ জমিতে বারি-৩৩ জাতের গমের আবাদ করেছেন। গম কাটার সময় হয়েছে। আশা করি ১৬ থেকে ১৮ মন গম পাবো।অন্যান্য ক্ষেতের তুলনায় গমে সেচ কম লাগে।

তিনি জানান, বর্তমানে পুরাতন গম ১৬০০ টাকা মন দরে গম বিক্রি হচ্ছে। নতুন গম উঠলে দাম আরো কমে যাবে । তিনি বলেন, ভালো বীজ ও শ্রমিক সংকট এবং অন্য ফসলের তুলনায় ফলন ও লাভ কম হয়ায় গম চাষে উৎসাহ হারিয়ে ফেলেছেন কৃষক। পাশাপাশি গমের তুলনায় ভুট্টায় উৎপাদন বেশি হয়ায় ভূট্টার দিকে ঝুঁকছেন কৃষক ।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কৃষক হাফিজুর রহমান জোয়ার্দ্দার ও রাজু আহম্মেদ জানান, তারা বারি ৩২ জাতের ৩৩ শতক করে গমের আবাদ করেছেন। গত বছর সম পরিমান জমিতে গমের আবাদ করেছিলেন। ১৬ মন হারে ফলন হয়েছিলো । তারা জানান, চলতি মৌসুমে আবহাওয়া অনুকুল থাকায় ফলন ভালো হবে। তারা আরো জানান,বাজার মূল্য ভালো পেলে গমের আবাদ ধীরে ধীরে বৃদ্ধি পাবে।

দামুড়হুদা উপজেলা কৃষিসম্প্রসারণ অফিসার অভিজিত কুমার বিশ্বাস বলেন, ২০১৬-১৭ অর্থবছরে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ পাশ্ববর্তী জেলাগুলোর গমক্ষেতে ব্যপকহারে ব্লাস্ট ভাইরাসে আক্রান্ত হয়ে কৃষকরা ক্ষতির সম্মখীন হয়। তখন থেকে কয়েক বছরের জন্য গমের চাষ বন্ধ রাখার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হয়। এখন আবারো তাদেরকে গমের আবাদ করার পরামর্শ দেয়া হচ্ছে। চলতি মৌসুমে ২২০ হেক্টর জমিতে আবাদ হয়েছে।

চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা জানান, চুয়াডাঙ্গায় ব্যাপক ভুট্টার আবাদ হয়ায় গমের এরিয়া কিছুটা কমেছে। গত বছর শীত বেশি সময় থাকায় গমের আবাদ ভালো হয়েছিলো। শীত দীর্ঘ হলে গমের ফলন ভালো হয় । চলতি মৌসুমে প্রায় ৯০ দিন শীত দেখা গেছে। আশা করছি চলতি মৌসুমে গমের উৎপাদন ভালো হবে ।গমের উৎপাদন হেক্টর প্রতি ৪.০৩ মেট্টিক টন।

তিনি জানান,চলতি মৌসুমে জেলায় প্রায় তিন হাজার ৭৫৫ দশমিক ৯৬ মেট্টিকটন গম উৎপাদন হবে আশা রাখি। তিনি আরো জানান, যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে শীতের দৈর্ঘ্য একটা বড় বিষয়। গমের আবাদ বৃদ্ধির জন্য প্রণোদনা ব্যবস্থা থাকার পরো অতিরিক্ত আবাদযোগ্য জমি পড়ে না থাকায় গমের আবাদ বৃদ্ধি পাচ্ছে না চুয়াডাঙ্গায়।

স্বাআলো/এসআর

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...

ফের বাজার থেকে উধাও সয়াবিন তেল

সয়াবিনের সংকট কাটাতে চলতি মাসের শুরুতে ভোজ্যতেলের দাম বাড়িয়ে...