অসহায় মেয়েদের উজ্জ্বল বাতিঘর হিরোকা কোবাইসী

সম্পাদকীয়: মানব সেবাকে যারা ধর্ম মনে করে তাদের কাছে স্থান,কাল,পাত্র নেই। তাই তো জাপান থেকে এসে এক নারী মানবতাবাদী বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে খুঁজে বের করে ৮০ দরিদ্র অসহায় মেয়েকে শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছেন।

তার মহানুভবতায় প্রতি তিন মাস পর পর হিরো উমেন শিক্ষাবৃত্তি নামে দেয়া অর্থের মধ্যে স্কুল পর্যায়ের মেয়েদের প্রত্যেককে এক হাজার ২০০ টাকা ও কলেজ পর্যায়ের মেয়েদের দেড় হাজার করে টাকা দেয়া হয়। এ ভাবে ৮ম শ্রেণি থেকে মাস্টার্স শ্রেণি পর্যন্ত মেয়েরা টাকা পায়।

কালীগঞ্জের মতো পঞ্চগড় জেলার বোদা উপজেলার আরো ৪০ জন ছাত্রী বৃত্তি পায়। হিরোকো কোবাইসী নামের এই নারী ৮৭ বছর বয়সেও ক্লান্তিহীনভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তিনি ৫-৭ বছর পরপর বাংলাদেশে বেড়াতে আসেন। তার পাঠানো অর্থ গত ২৮ জুন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বিতরণ করা হয়েছে।

এক-আধ বছর না, টানা ২০০৩ সাল থেকে ২১ বছর ধরে তিনি এ কাজ করে যাচ্ছেন। এই ২১ বছরে অনেক অসহায় মেয়ে হিরোকো কোবাইসীর শিক্ষা বৃত্তি নিয়ে লেখাপাড়া শিখে জীবনে প্রতিষ্ঠিত হয়েছেন। ৮০ জনের মধ্যে যার লেখাপড়া শেষ হয়ে যায় সে স্থানে আর একজনকে যুক্ত করা হয়। এভাবেই চলছে ২১ বছর। প্রথম অবস্থায় তাদের জন্য বরাদ্দ ছিলো ১৭ লাখ টাকা, এখন বাড়িয়ে করা হয়েছে ৩৪ লাখ টাকা।

কোনো মাপকাটি দিয়ে মেপে হিরোকো কোবাইসীর মানবতার মূল্যায়ন করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের অর্থনৈতিক ভিত্তি ভেঙে চুরমার হয়ে যায়। হিরোকো কোবাইসী তখন ছোট। অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়ে তার পরিবার। যা ভাগাভাগী করতে হয় তাকেও। লেখাপড়া শিখতে হয় বিত্তবানদের দেয়া বৃত্তির টাকার ওপর নির্ভর করে। সেই সময় থেকে তার ইচ্ছা ছিলো কর্মজীবনে গিয়ে তিনি অসহায় মেয়েদের লেখাপড়ার সহযোগিতা করবেন। জাপান ভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পক্ষে কাজ করতে এসে কালীগঞ্জের মস্তবাপুর গ্রামের এক হৃদয় বিদারক ঘটনা তার মনে দাগ কাটে। ওই গ্রামের এসএসসি পরীক্ষার্থী খোদেজা খাতুন পরীক্ষার ফি জমা দিতে না পারায় আত্মহত্যা করেন। এ কথা জেনে তিনি অসহায় মেধাবী মেয়েদের শিক্ষা সহযোগিতায় এগিয়ে আসেন। হিরোকা তুমি স্বার্থান্ধদের মুখে টপেটাঘাত করেছ। তুমি অসহায় মেয়েদের এক উজ্জ্বল বাতিঘর।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের...

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...