লিভ-ইনে রয়েছেন বিজয়-তৃষা

বিনোদন ডেস্ক: ভারতের দক্ষিণী সিনেমার তারকা জুটি বিজয় থালপাতি ও তৃষা। তাদের প্রেমের গুঞ্জন শুরু হয় ২০০৫ সাল থেকে। দীর্ঘ এই সময়ে তাদের সম্পর্ক নিয়ে বাড়তে থাকে জল্পনা। সম্প্রতি কিছু ছবি ফাঁস হয়েছে এই জুটির। ফলে এখন তাদের সম্পর্কের জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, একসঙ্গে লিভ ইন এ রয়েছেন এই বিজয়-তৃষা!

‘বিয়ে বা লিভ-ইন আমার কাছে আলাদা কিছু না’

অভিনেতা বিজয় এখন রাজনীতিতে পা দিয়ে নিজেকে আরো জনপ্রিয় করে তোলার চেষ্টা করছেন। এ দিকে তৃষাও সিনেমা নিয়ে কাটাচ্ছেন ব্যস্ত সময়। ঠিক এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফাঁস হলো তৃষা-বিজয়ের কিছু ছবি। যা দেখে নেটিজেনরা স্পষ্ট ধরে নিয়েছেন, একটা লিভ ইন সম্পর্কে রয়েছে এই জুটি।

ফাঁস হওয়া একটি ছবিতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার অ্যাপার্টমেন্ট এর লিফটে দাঁড়িয়ে আছেন তৃষা। এ সময় লিফটের মধ্যেই মিরোর সেলফিতে নিজেদের ফ্রেমবন্দি করে নিয়েছেন তৃষা। এছাড়াও বিজয়ের সাথে তৃষাকে আরো কিছু জায়গাতে আবিস্কার করা হয়। কারণ, তৃষা যেখানেই যান সেখান থেকে নিজের ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করেন তিনি। এ সময় তার বেশ কিছু ছবিতে দেখা যায়, তৃষাকে ক্যামেরাবন্দি করা সেই ব্যক্তির জুতা স্পষ্ট। সেই জুতাকে চিহ্নিত করে বিজয়ের পায়ে থাকা একই জুতার সঙ্গে মিলে যায়। এর এতেই নেটমাধ্যমে তৃষা-বিজয়ের সম্পর্কের জল্পনা আরো তুঙ্গে উঠতে থাকে। তাদের এসব ছবি দেখেই অনুরাগীদের দাবি, বিজয়ের সঙ্গে সর্বত্রই তৃষার উপস্থিতি; নিশ্চই লিভ ইন সম্পর্কেই রয়েছেন এই জুটি।

‘বাই বাই রাসেলস ভাইপার, ওয়েলকাম পরীমণি’

২০০৫ সালে ‘গিলি’ ছবিতে অভিনয় করেন বিজয় এবং তৃষা। সে থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু। তারপর আথি, থিরুপাচি’এবং কুরুভি ছবিতেও জুটি বাঁধেন তারা। ২০০৮ এ হঠাৎ করেই জুটি বেঁধে সিনেমায় অভিনয় বন্ধ করে দেন বিজয়-তৃষা। শোনা যায়, বিজয়ের পরিবার তার উপরে তৃষার সঙ্গে ছবি না করার শর্ত চাপিয়ে দিয়েছিলো। তখন প্রকাশ্যে বিজয় ও তৃষা জানিয়েছিলেন, তারা শুধুই বন্ধু।

১৫ বছর পর সব রটনা সরিয়ে লোকেশ কানাগরাজের ‘লিও’ ছবিতে আবারো জুটি বাঁধেন তারা। সেই ফ্রেম থেকে নতুন করে শুরু হয় তাদের প্রেমের গুঞ্জন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাদ্রাসাছাত্রী অপহরণ: যশোরে যুবকের ১৪ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক: যশোরের কেশবপুরে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের দায়ে...

বিদ্যালয়ে ঢুকে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে বিরোধের...

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...