চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় স্থানীয়ভাবে লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ বৈশাখি মঞ্চে এই সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব প্রশান্ত কুমার দাস।
উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), ঢাকার সিনিয়র সাইন্টিফিক কর্মকর্তা ড. উম্মে শারমিন আক্তার।
বিশেষ আলোচক ছিলেন সাইন্টিফিক কর্মকর্তা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমান ও প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান প্রমুখ।
স্বাআলো/এস