Uncategorized

মাগুরায় নবনির্মিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন

| October 12, 2023

মাগুরায় আধুনিক মানের ৪৩ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নবনির্মিত আট তলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসাবে এ ভবনটি উদ্বোধন করেন।

এসময় আইন ও বিচার বিভাগের সচিব গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরা- ২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বিরেন শিকদার, প্রধান সমন্বয়ক যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা, সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, গণপূর্ত খুলনা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল কাশেম শাহজালাল মজুমদার, জেলা যুগ্ম জজ সত্যব্রত শিকদার।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ফ ম আবদুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরিফুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাজিদুর রহমান সংগ্রাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাশেদ মাহমুদ শাহিন ও জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আশরাফ হোসেন লিটনসহ প্রমুখ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply