জেলা প্রতিনিধি, পটুয়াখালী: শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবি এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বুধবার (১৫ জানুয়ারি) পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে গণ সমাবেশ।
উক্ত গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মুহাম্মাদ মামুনুল হক।
বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওযায়ের আমীন, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মাদ রাকীবুল ইসলাম।
আরো বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত মজলিস পটুয়াখালী জেলা কমিটির নেতৃবৃন্দ।
স্বাআলো/এস