নিজস্ব প্রতিবেদক: যশোরে বাল্যবিবাহ প্রতিরোধে বিবাহ রেজিস্ট্রারদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ মার্চ) জেলা রেজিস্ট্রার যশোরের সার্বিক ব্যবস্থাপনায় এবং যশোর জেলা কাজী সমিতির সহযোগিতায় পিটিআই কনভেনশন হল যশোরে মতবিনিময়টি সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার।
বিশেষ অতিথির ছিলেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস, যশোর জজকোর্টের পাবলিক প্রসিকিউডর এম ইদ্রিস আলী, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।
জেলা রেজিস্ট্রার মুহাম্মদ আবু তালেের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা কাজী সমিতির উপদেষ্টা নুরুল ইসলাম, মণিরামপুর উপজেলা কাজী সমিতির সভাপতি মাহবুবুর রহমান, শার্শা উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক আবদুল ওহাব, কেশবপুর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, অভয়নগর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মুফতি আশরাফ, চৌগাছা উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ও সদর উপজেলা কাজী সমিতির সদস্য নুরুল আমিন। জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন মতবিনিময় সভার সঞ্চালনা করেন।
সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার বলেন, দীর্ঘদিন ধরে প্রতি মাসের সভায় বাল্যবিবাহ নিয়ে আমাকে জবাবদিহি করতে হয়। বিবাহ নিবন্ধনের বিষয় সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। প্রতি মাসে বাল্যবিবাহ নিয়ে প্রচুর অভিযোগ আসে। ডিজিটাল প্লাটফর্মে নিয়ে আসার চেষ্টা চলছে। বিয়ের আগে ছেলে-মেয়ের বয়স যাচাই-বাছাই করার জন্য কাজীদের প্রতি আহবান জানান তিনি। আগামীতে বিবাহ রেজিষ্ট্রশন হবে অনলাইনে। সেখানে বয়স লুকানোর কোনো সুযোগ থাকবে না। মেয়ের ১৮ ও ছেলের ২১ বছর বয়স পূর্ণ না হলে সফটওয়ারে আপলোড হবে না। ম্যাচুরিটি না হলে কারো বিবাহ হবে না। সেইজন্য সমাজের প্রতিটি মানুষকে সজাগ থাকতে হবে। উপযুক্ত বয়স ছাড়া বিবাহ হলে পরিপুষ্ঠ বাচ্চা জন্ম গ্রহণ করতে পারবে না। দেশের স্বার্থে, জাতির স্বার্থে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই।
স্বাআলো/এস