বাগেরহাটে একদিনের ব্যবধানে আরো চারটি গরু ও মসজিদের মাইক চুরি

| March 12, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলায় অবাধে মানুষের গোয়াল থেকে গরু ও মহিষ চুরির ধারাবাহিকতায় ফকিরহাটে একদিনের ব্যবধানে আরো দুইজন কৃষকের গোয়াল থেকে চারটি গরু চুরি হয়েছে।

শুধু গরু নয় এবার ফকিরহাট উপজেলার বল্লভপুর এলাকার একটি মসজিদের গ্রীল কেটে অজ্ঞাত চোরেরা মসজিদের মাইক ও ব্যাটারি সেট এবং সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে।

সোমবার রাতে উপজেলার লখপুর ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাবলু খানের গোয়াল ঘরের তালা ভেঙ্গে তিনটি ও লখপুর ১নং ওয়ার্ডের বাসিন্দা সাবুর গোয়ালঘর হতে একটিসহ মোট চারটি গরু চুরির ঘটনা ঘটে।

এলাকার নাসিম উদ্দিন মোল্লা জানান, ঘটনার দিন রাতে পরিবারের সকলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে বাবলু খান দেখতে পান গোয়ালের তালা ভাঙ্গা ও গোয়ালের তিনটি গরু নেই। একই রাতে পাশ্ববর্তী সাবুর গোয়ালঘর হতে আরো একটি গরু চুরি হয়েছে বলেও তিনি জানান।

সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি। এর আগে গত শনিবার (৯ মার্চ) ভোর রাতে উপজেলার পাগলা শ্যামনগর গ্রামের গণি মিয়ার বাড়ি থেকে তিনটি ও ছোট বাহিরদিয়া গ্রামের শেখ আহম্মদ আলীর তিনটি গরু চুরি হয়েছে। পুলিশ বলছে প্রতিটা ঘটনায়ই অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে।

স্বাআলো/এস