ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি এবং অভিনেতা অনির্বাণ চক্রবর্তী এবার প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় আসছেন। পরিচালক অর্জুন দত্তের নতুন ছবি ‘বিবি পায়রা’-তে এই দুই তারকাকে একসঙ্গে দেখা যাবে। দীর্ঘদিন ধরে দর্শক এই আলোচিত জুটিকে একসঙ্গে দেখার অপেক্ষায় ছিলেন।
জানা যায়, কিছুদিন আগেই অনির্বাণ অভিনীত ‘একেন বাবু, বেনারসে বিভীষিকা’ দেখার পর স্বস্তিকা তার অনির্বাণের সঙ্গে কাজ করার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। এবার সেই ইচ্ছা পূরণ হতে চলেছে।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’ ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা ও অনির্বাণ। এর আগে অর্জুন দত্তের সঙ্গে স্বস্তিকা ‘গুলদস্তা’ এবং ‘শ্রীমতি’ ছবিতে কাজ করেছেন। এটি পরিচালকের সঙ্গে স্বস্তিকার তৃতীয় কাজ। তবে এই ছবিতে অনির্বাণ চক্রবর্তীর যুক্ত হওয়া নিঃসন্দেহে দর্শকদের জন্য এক বড় চমক।
ছবির শুটিং চলাকালীন কিছু ভিডিও ক্লিপিংস সামাজিক মাধ্যমে শেয়ার করে স্বস্তিকা তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান
তিনি লিখেছেন, অর্জুন দত্তের সঙ্গে তৃতীয়বার। আমাকে বারবার বিশ্বাস করার জন্য ধন্যবাদ। আর একজনকে নিয়ে কি বলবো? আমার ক্রাশ। ভগবানকে বলে বলে এমন জ্বালান জ্বালিয়েছি যেতে বিরক্ত হয়ে ভগবান টুপ করে এনাকে আমার কাছে ফেলে দিয়েছে।
অনির্বাণের অভিনয়ের প্রশংসা করে স্বস্তিকা আরো লিখেছেন, আমার দিকে তিনি যেভাবে তাকান তাতে তো আমি গলে জল হয়ে যাই। শিউলি এন্ড শিউলির বর আসছে পায়রা নিয়ে। ‘বিবি পায়রা’ আসছে খুব তাড়াতাড়ি।
স্বস্তিকার এই পোস্ট দেখে তার ভক্তরাও দারুণ উচ্ছ্বসিত। কমেন্ট বক্সে অনেকে শুভকামনা জানিয়ে মন্তব্য করেছেন যে, আরেকটা ভালো জুটি তৈরি হতে চলেছে এবং তারা এই ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। কেউ কেউ ‘একেন বাবু’ খ্যাত অনির্বাণকে উল্লেখ করে লিখেছেন, ‘একেন বাবুর খুকুকে মনে হয় খুঁজে পেলাম।’ এই নতুন জুটি পর্দায় কতটা জাদু ছড়াতে পারে, সেটাই এখন দেখার বিষয়।
স্বাআলো/এস