খেলাধুলা

পিএসজির বিপক্ষে বিধ্বস্ত মেসির মায়ামি, বিশ্বকাপ থেকে বিদায়

স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক | June 30, 2025

ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)-এর সামনে দাঁড়াতেই পারল না লিওনেল মেসির ইন্টার মায়ামি। দুই দলের পার্থক্য ছিল যোজন যোজন স্পষ্ট। পিএসজির দাপুটে পারফরম্যান্সে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

রবিবার আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে শেষ ষোলোর এই ম্যাচে স্বাগতিক ইন্টার মায়ামির গোলাপি রংয়ে গ্যালারি রঙিন হলেও পিএসজির একের পর এক গোলে তা দ্রুতই নীরব হয়ে যায়। জোয়াও নেভেস ও আশরাফ হাকিমির গোলে এবং মায়ামির আত্মঘাতীতে ফরাসি ক্লাবটি শেষ আটে নিজেদের জায়গা নিশ্চিত করে।

ম্যাচের নিয়ন্ত্রণ প্রথম থেকেই ছিল পিএসজির হাতে। তারা প্রথমার্ধেই চার গোল দিয়ে নিজেদের কাজটা অনেকটা সেরে ফেলেছিল। পিএসজির পক্ষে পর্তুগিজ মিডফিল্ডার জোয়াও নেভেস দুটি গোল করেন। মরক্কান ডিফেন্ডার আশরাফ হাকিমি একটি গোল করেন। অন্য গোলটি ছিল মায়ামির ফুটবলার টমাস এভিলেসের আত্মঘাতী।

পুরো ম্যাচে বল দখল থেকে শুরু করে সুযোগ তৈরি সর্বত্রই দাপট ছিল চ্যাম্পিয়ন্স লিগ জিতে আসা পিএসজির। ৬৭ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নেয়, যার ৯টি ছিল গোলের লক্ষ্যে। অন্যদিকে মায়ামি ব্যাপক পিছিয়ে ছিল পজেশনে; ৭টি শটের মধ্যে কেবল ৩টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়। মায়ামি ম্যাচে ফেরার কোনো লক্ষণ দেখাতে পারেনি, এমনকি মেসির বল পেলেও পিএসজির রক্ষণে আটকে গেছেন। মেসির বানিয়ে দেওয়া একটি সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি লুইস সুয়ারেজ। মেসির জোরালো একটি হেড বারে লেগে গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার হাতে ধরা পড়ে।

মেসি সম্পর্কে অজানা ১০টি তথ্য

পিএসজি তৃতীয় মিনিট থেকেই প্রেসিং ফুটবল খেলতে শুরু করে। পঞ্চম মিনিটে সেট পিস থেকে নেভেসের হেডে তারা ১-০ গোলে এগিয়ে যায়। দশ মিনিট পর ফ্যাবিয়ান রুইজের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। ৩৯ মিনিটে রুইজের বাড়ানো বল থেকে নেভেস তার দ্বিতীয় গোল করেন। বিরতির আগে যোগ করা সময়ে মায়ামির জন্য দুঃস্বপ্ন বয়ে আনে দুটি দ্রুত গোল। ৪৪ মিনিটে টমাস এভিলেসের আত্মঘাতী গোল পিএসজিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হাকিমি স্কোরলাইন ৪-০ করেন। বল ক্লিয়ার করতে ব্যর্থ মায়ামি গোলরক্ষকের কাছ থেকে বল পেয়ে তিনি সহজেই গোল করেন।

বিরতির পর গোল পেতে মরিয়া মায়ামির আক্রমণে কিছুটা ধার বাড়লেও কাজের কাজ হয়নি। ৬০ মিনিটে মেসির উড়িয়ে মারা পাস কাজে লাগানোর বড় সুযোগ থাকলেও সুয়ারেজ বলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। ৮০ মিনিটের মেসির জোরালো হেড সহজেই সামাল দেন দোন্নারুমা। ইনজুরি কাটিয়ে ফেরা উসমান দেম্বেলে বিরতির পর মাঠে নামলেও তেমন প্রভাব ফেলতে পারেননি।

এই বড় জয়ে পিএসজি ক্লাব বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করেছে। কোয়ার্টার ফাইনালে তারা জার্মানির বায়ার্ন মিউনিখ অথবা ব্রাজিলের ফ্ল্যামেঙ্গোর মুখোমুখি হবে।

স্বাআলো/এস

Shadhin Alo