৭ মাস পর আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি

সাত মাস বিরতির পর অবশেষে আর্জেন্টিনা জাতীয় দলে ফিরেছেন অধিনায়ক লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলোম্বিয়ার বিপক্ষে ম্যাচের প্রস্তুতি নিতে সোমবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করেছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
৩৭ বছর বয়সী মেসি সর্বশেষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন গেলো বছরের নভেম্বরে। এরপর পেশির চোটে মার্চ উইন্ডোতে অনুষ্ঠিত দুই ম্যাচে (উরুগুয়ে ও ব্রাজিল) অংশ নিতে পারেননি তিনি। উল্লেখ্য, লিওনেল স্কালোনির দল ইতিমধ্যেই ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে।
সোমবার বুয়েনস আইরেসের নিজের নামাঙ্কিত অনুশীলন কমপ্লেক্সে আসেন মেসি। সেখানে ইন্টার মিয়ামিতে দুর্দান্ত ফর্মে থাকা আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা আলবিসেলেস্তেদের সঙ্গে অনুশীলন করেন।
১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে কনমেবল বাছাইপর্বে শীর্ষে থাকা আর্জেন্টিনা বাংলাদেশ সময় আগামী শুক্রবার (৬ জুন) চিলির মুখোমুখি হবে। এরপর ১১ জুন বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে কলোম্বিয়াকে আতিথ্য দেবে।
মেসির ফেরার পাশাপাশি এই আন্তর্জাতিক উইন্ডোতে জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তিন নতুন মুখ।
মেসিদের স্বপ্নভঙ্গ, সেমিফাইনাল থেকেই বিদায় মায়ামির
তারা হলেন- ডিফেন্ডার কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রইলো এবং ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো। ইতোমধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলো মাস্তান্তুওনোর প্রতি আগ্রহ প্রকাশ করেছে।
তবে ইনজুরি ও নিষেধাজ্ঞার কারণে বেশ কয়েকজন মূল খেলোয়াড় সামনের ম্যাচগুলোতে অংশ নিতে পারবেন না। বেনফিকার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এক ম্যাচের জন্য নিষিদ্ধ থাকায় চিলির বিপক্ষে ম্যাচটি মিস করবেন। তার জায়গায় টটেনহ্যাম হটস্পারের ক্রিশ্চিয়ান রোমেরোর সঙ্গী হিসেবে লিওনার্দো বালারদি অথবা ফাকুন্দো মেদিনা দলে জায়গা পেতে পারেন। আর্জেন্টিনার মিডফিল্ডেও বড় পরিবর্তন আসবে। কারণ, লিভারপুলের আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ইনজুরিতে পড়েছেন এবং চেলসির এনজো ফার্নান্দেজ ও রোমার লিয়ান্দ্রো পারেদেস হলুদ কার্ডের কারণে এক ম্যাচ নিষিদ্ধ।
ইন্টার মিলানের স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ আগামী বৃহস্পতিবার জাতীয় দলে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। সম্প্রতি ম্যাচ খেলে বিশ্রামে আছেন এই ফরোয়ার্ড, যে কারণে শুক্রবারের ম্যাচে তার খেলা অনিশ্চিত।
স্বাআলো/এস