বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার অবরোধ কর্মসূচিতে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষ। এর মধ্যে সাধারণ মানুষকে কিছু স্বস্তি দিচ্ছে মেট্রোরেল।
দীর্ঘ ১০ মাস পর পূর্ণতা পেয়েছে মেট্রোরেল। আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চললেও রবিবার (৫ নভেম্বর) থেকে এটি যাচ্ছে বাণিজ্যিক এলাকা বা অফিসপাড়া খ্যাত মতিঝিল পর্যন্ত। তাই এ অবরোধে স্বস্তির বাহন মেট্রোরেলে তিল ধারণের ঠাঁই নেই।
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আধুনিক আবিষ্কার মেট্রোরেল রাজধানীবাসীর যোগাযোগ ব্যবস্থা সহজ করে তুলেছে। এতে মানুষ সহজেই অফিস-প্রতিষ্ঠানে যাতায়াত করতে পাচ্ছে।
যাত্রীতে পরিপূর্ণ মেট্রোরেল, ২০ কিমি যেতে লাগছে ৩২ মিনিট
সোমবার (৬ নভেম্বর) সকালে উত্তরা থেকে মেট্রোরেলে ছেড়ে আসতে শুরু করে। উত্তরা থেকে ছেড়ে আসা প্রায় বেশিরভাগ মেট্রোরেলই ছিলো যাত্রীর ভিড়।
সব দেশের মেট্রোতেই এমন ভিড় হয়। কারণ এটা আধুনিক গণপরিবহন। অফিস টাইমে এ ভিড় স্বাভাবিক। ভারতে দেখেছি, এছাড়া ভিডিওতে দেখেছি জাপানে পুলিশ যাত্রীদের চাপাচাপি করে দাঁড়াতে সাহায্য করে। হাত দিয়ে চেপে চেপে যাত্রী ঢোকায়। এখন এ ভিড় আমাদের দেশের মেট্রোতে দেখা যাচ্ছে।
স্বাআলো/এস