Uncategorized

বাগেরহাটে নৌকা ডুবে জেলে নিখোঁজ

| June 27, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলা-ঘষিয়াখালী নৌ চ্যানেলে মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মহিদুল শেখ (২৫) নামের একজন জেলে নিখোঁজ হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) মোংলা উপজেলার চ্যানেলের জয়খা এলাকায় নিখোঁজ হয় ওই জেলে।

নিখোঁজ জেলেকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ।

নিখোঁজ মহিদুল শেখ মোংলা উপজেলার উলুবুনিয়া গ্রামের আব্দুর রশিদ শেখের ছেলে।

নিখোঁজ মহিদুল শেখের ১০ মাসের ও দুই বছরের দুইটি ছেলে সন্তান রয়েছে।

মোংলা নৌ পুলিশের ইনচার্জ সৈয়দ ফকরুল ইসলাম বলেন, নৌ চ্যানেলের জয়খাঁ নামক স্থানে নদীতে মাছ ধরার সময় ওই রুট দিয়ে যাওয়া লাইটার জাহাজের পাখার সাথে দড়ি পেঁচিয়ে জেলেদের একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা দুই জেলের মধ্যে তরিকুল শেখ নামে একজন সাঁতরে কিনারে উঠতে পারলেও মহিদুল শেখ (২৫) নিখোঁজ রয়েছে। এ ঘটনায় লাইটার জাহাজটিকে আটক করা না গেলেও তাকে শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। আর নিখোঁজ জেলেকে খুঁজতে ফায়ার সার্ভিসের ডুবুরি ও নৌ-পুলিশের কাজ অব্যাহত রয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick