নিজস্ব প্রতিবেদক: যশোরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে শহরে বিক্ষোভ মিছিল করেছে।
এসময় তারা শহরতলীর চাঁচড়া চেকপোস্ট সড়ক অবরোধ করে। তারা কোটা বিরোধী নানা স্লোগান দেয়।
যশোরে ঢিলেঢালাভাবে চলছে ‘কমপ্লিট শাটডাউন’, সড়কে দেখা মেলেনি আন্দোলনকারীদের
বৃহস্পতিবার (১৮ জুলাই) শহরের মুক্তিযোদ্ধা আলী হোসেন মনি সড়কে অবস্থান গ্রহণ করেন শিক্ষার্থীরা। তারা বিক্ষিপ্তভাবে শহরের বিভিন্ন স্থান থেকে এসে এ সড়কে জড়ো হন। এরপর বিপুল সংখ্যক শিক্ষার্থী মিলিত হবার পর মিছিল বের হয়। মিছিলটি নিয়ে তারা প্রেসক্লাবের সামনে দিয়ে চাঁচড়ামোড়ের দিকে চলে যায়।
শিক্ষার্থীরা জানায়, তারা চাঁচড়া চেকপোস্ট মোড়ে গিয়ে সড়কে অবরোধ করেছেন। যদিও কমপ্লিট শাটডাউনের কারণে যশোরের বিভিন্ন সড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এ কর্মসূচি সফল করতে তারা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
স্বাআলো/এস