যশোর

যশোরে ৬০ হাজার টাকার ইয়াবাসহ মনি বেগম আটক

| December 4, 2023

যশোরে ২০০ পিস ইয়াবাসহ মনি বেগম (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে চাচঁড়া থেকে তাকে আটক করা হয়।

মনি বেগম যশোর সদরের বাসিন্দা।

সোমবার (৪ ডিসেম্বর) সকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিবি পুলিশের এসআই বিপ্লব সরকার ও এএসআই আমিরুল ইসলাম সমন্বয়ে গঠিত একটা চৌকস টিম রবিবার দুপুরে চাচঁড়া ইউনিয়নের ভাতুরিয়াগামী পাকা রাস্তার ওপর থেকে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মনি বেগমকে আটক করে। উদ্ধারকৃত ইয়াবার অনুমান মূল্য ৬০ হাজার টাকা।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply