জেলা প্রতিনিধি, নড়াইল: জেলায় মর্মান্তিক দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার (৩০) ও সাব্বির হোসেন (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সদর উপজেলার ফুলশ্বর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার সদরের তুলারমাপুর এলাকার হানিফ হাওলাদারের ছেলে ও সাব্বির হোসেন সদরের চালিতাতলা এলাকার মোশারেফ হোসেনের ছেলে।
আহতরা হলেন -সদর উপজেলার চালিতাতলা এলাকার ইমরুল ও নুরুল ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নড়াইল থেকে তিন যুবক মোটরসাইকেলযোগে বেপরোয়া গতিতে কালিয়ার দিকে যাচ্ছিলেন ও কালিয়া থেকে এক যুবক মোটরসাইকেলযোগে নড়াইলের দিকে আসার পথে পথিমধ্যে সদর উপজেলার ফুলশ্বর এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল চালক সেন্টু হাওলাদার ঘটনাস্থলে মারা যান। অপর মোটরসাইকেলে থাকা তিন যুবক আহত হন। পরে স্থানীয়ররা আহতের উদ্ধার করে সদর হাসপাতালে আনলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহত তিন যুবককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেয়ার পথে অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা আহত সাব্বির মারা যান।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সেন্টু হাওলাদার ও সাব্বির হোসেন নামে দুই যুবক নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
স্বাআলো/এস