Uncategorized

জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোক র‌্যালি

| August 1, 2024

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় আলোচনাসভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ আগস্ট) শহরের শহীদ রিমু চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের পক্ষ থেকে একটি শোক র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আবু আহম্মেদ এর সভাপতিত্বে শোকসভায় বক্তব্য দেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংসদ ফিরোজ আহমেদ স্বপন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ লায়লা পারভীন সেঁজুতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, সাংগঠণিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আবু নাসের, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।

সাতক্ষীরায় পুলিশের উপর হামলা, ৭ আসামিকে রিমান্ড শেষে আদালতে প্রেরণ

বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার সহধর্মিণী বেগম ফজিতালুন্নেছা মুজিবসহ পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করা হয়। সেই দিনটিকে স্মরণ করে বাংলাদেশ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের চেতনার সকল শক্তি পহেলা আগষ্ট থেকে মাসব্যাপি শোকের মাস হিসেবে কালো ব্যাজ ধারণ করে।

এই মৃত্যুর শোক শক্তিতে রুপান্তরিত করে ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে সম্প্রতি দেশে সৃষ্ট অরাজকতাকে প্রতিহত করতে হবে। এজন্য সকলকে ভেদাভেদ ভুলে একসাথে আন্দোলন সংগ্রামে অংশ নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

স্বাআলো/এস

Debu Mallick