সাবেক এমপি আনারের কোটি টাকার গাড়ি মিললো কুষ্টিয়ায়

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া জেলা প্রতিনিধি, কুষ্টিয়া | June 10, 2025

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় নতুন মোড় এনেছে কুষ্টিয়া শহরের একটি বহুতল ভবনের পার্কিং জোনে তার ব্যক্তিগত গাড়ির সন্ধান লাভ। সোমবার (৯ জুন) রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ শহরের ৮ তলা বিশিষ্ট সাফিনা টাওয়ারের গ্যারেজ থেকে ল্যান্ড ক্রুজার প্রাডো ব্র্যান্ডের কোটি টাকা মূল্যের গাড়িটি উদ্ধার করে। গাড়িটির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার পাওয়া যাওয়ায় এটি এমপি আনারের বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সোমবার গভীর রাতে কুষ্টিয়া মডেল থানা পুলিশের একটি দল কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনের সাফিনা টাওয়ারে অভিযান চালায়। সেখানকার পার্কিংয়ে কালো রঙের ল্যান্ড ক্রুজার প্রাডো (ঢাকা মেট্রো-ঘ ১২-৬০৬০) গাড়িটির সন্ধান মেলে।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) স্বপন এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে গাড়িটি তল্লাশি করি। গাড়ি থেকে গাড়ির কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি স্টিকার উদ্ধার করা হয়েছে। কাগজপত্রে গাড়িটি ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নামে নিবন্ধিত বলে ধারণা করা হচ্ছে। গাড়িটি উদ্ধার করে থানায় নেয়া হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে গাড়িটি সম্পর্কে জানতে পারেন এবং পরে পুলিশকে খবর দেন। পুলিশ এসে গাড়িটি শনাক্ত করে এবং কাগজপত্র ও স্টিকার উদ্ধার করে। গাড়িটি গত বেশ কয়েক মাস ধরে এই ভবনের গ্যারেজে রাখা ছিল এবং সচরাচর বের করা হতো না, তবে মাঝেমধ্যে স্টার্ট দেওয়া হতো। স্থানীয়দের ধারণা, গাড়ির কাগজপত্রে এমপি আনারের নাম থাকায় এটি তারই গাড়ি।

সাবেক এমপি আনারের দেহাংশের সঙ্গে মিলেছে মেয়ের ডিএনএ

প্রত্যক্ষদর্শী সাব্বির জানান, প্রথমে তারা শুনেছিলেন গাড়িটি সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। পরে পুলিশ এসে কাগজপত্র পরীক্ষা করে এবং সংসদ সদস্যের স্টিকার পায়। আরেক প্রত্যক্ষদর্শী জুনায়েদ হোসাইন বলেন, সাধারণ মানুষের মাধ্যমে খবর পেয়ে তারা গাড়িটি দেখতে যান। বেশ কয়েক মাস ধরে রাখা এই দামি গাড়িটি দেখে সন্দেহ হয়। গাড়ির চালক তাদের দেখে পালানোর চেষ্টা করলে তাকে জিজ্ঞাসা করা হয়, কিন্তু তিনি সঠিক তথ্য দেননি। পরে পুলিশ এসে কাগজপত্র উদ্ধার করে এবং জানতে পারে গাড়িটি এমপি আনারের। তিনি এই ঘটনার তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

স্থানীয়রা আরো জানান, সাফিনা টাওয়ারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ‘জেনুইন লিফ কোম্পানি’ নামে একটি সিগারেট কোম্পানি ভাড়া নিয়েছে। তাদের মাধ্যমেই গাড়িটি এই গ্যারেজে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ভবনের কেয়ারটেকার আলমগীর হোসেন জানান, জেনুইন লিফ কোম্পানি ফ্ল্যাটগুলো ভাড়া নিয়েছে এবং সেখানে বিদেশি নাগরিকরা আসেন ও থাকেন। তারাই গাড়িটি রাখার ব্যবস্থা করেছেন। কোম্পানির বেলাল সাহেব (জিএম) এবং জাহিদ সাহেব (সিইও) সবকিছু জানেন বলে তিনি উল্লেখ করেন।

গাড়ির চালক শান্ত নিজেকে জেনুইন লিফ কোম্পানির চালক হিসেবে পরিচয় দিয়ে বলেন, প্রায় পাঁচ বছর আগে তিনি কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীর গাড়ি চালাতেন। বর্তমানে তিনি জেনুইন লিফ টোব্যাকোর বেলাল স্যার ও জাহিদ স্যারের গাড়ি চালান। তারাই তাকে এই প্রাডো গাড়িটি স্টার্ট দিতে বলেছিলেন। গাড়িটি কার বা এর মালিক কে, তা তিনি জানেন না। বেলাল স্যার ও জাহিদ স্যারই এই বিষয়ে অবগত। গাড়ি থেকে পুলিশ কাগজপত্র, লাইসেন্স ও স্টিকার উদ্ধার করেছে, যেখানে মালিকের নাম লেখা আছে। তিনি এই গাড়িটি আগে কখনো চালাননি বলেও জানান।

এমপি আনার হত্যা: ডরিনকে কলকাতায় ডেকেছে সিআইডি

ভবনের এক নিরাপত্তারক্ষী নাম প্রকাশ না করার শর্তে জানান, সিগারেট কোম্পানির স্যাররা গাড়িটি এনে রেখেছেন। তিনি জানতেন না এটি কোনো এমপির গাড়ি। এটি কয়েক মাস ধরে এখানে রয়েছে এবং চালক শান্ত এটিকে মাঝেমধ্যে স্টার্ট দেন।

এ বিষয়ে সাফিনা টাওয়ারের মালিক বা জেনুইন লিফ টোব্যাকোর সিইও জাহিদ ও জিএম বেলালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।

কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা গেছে, উদ্ধারকৃত গাড়িটির রেজিস্ট্রেশন ও মালিকানা সংক্রান্ত কাগজপত্রে আনোয়ারুল আজীম আনারের নাম উল্লেখ রয়েছে। সাফিনা টাওয়ারের মালিকপক্ষের সঙ্গে ভাড়াটিয়ার চুক্তিপত্র অনুযায়ী, মেহেরপুর জেলার গাংনী পৌরসভার বাঁশবাড়িয়া দক্ষিণপাড়ার বাসিন্দা মুস্তাফিজুর রহমান ভবনের তিনটি ইউনিট ও তিনটি গাড়ির পার্কিং স্পেস ভাড়া নেন। এই গাড়িটি বর্তমানে মুস্তাফিজুর রহমানের নির্ধারিত পার্কিং স্পেসেই পাওয়া গেছে। চুক্তিপত্র অনুযায়ী, তিনি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস থেকে ফ্ল্যাট ও পার্কিং ভাড়া নিয়েছেন বলে উল্লেখ আছে, যা বর্তমান সময়ের চেয়ে ভবিষ্যতের তারিখ নির্দেশ করে (সম্ভবত ২০২০ সালের ফেব্রুয়ারি বা অন্য কোনো ভুল)। মুস্তাফিজুর রহমান কুষ্টিয়ার দশ মাইল এলাকার ‘তারা টোবাকো’ নামক একটি প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডার।

উল্লেখ্য, ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার গত ১২ মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান। ১৬ মে থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। ২২ মে তাকে কলকাতায় হত্যা করা হয়েছে বলে খবর প্রকাশিত হয়। ভারতীয় পুলিশের তদন্তে উঠে আসে, তাকে পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করা হয়েছে। তবে এখন পর্যন্ত তার মৃতদেহ উদ্ধার করা যায়নি। এই পরিস্থিতিতে এমপি আনারের ব্যক্তিগত গাড়ি কুষ্টিয়ায় উদ্ধার হওয়ায় ঘটনা নতুন মাত্রা পেয়েছে।

স্বাআলো/এস