ঢাকা অফিস: সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাবার মরদেহের খণ্ডিত অংশ শনাক্তে ডিএনএ নমুনা দিতে কলকাতা যাচ্ছেন। এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে কলকাতা সিআইডি।
সোমবার (৮ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন ডরিন।
ডরিন বলেন, ডিএনএর নমুনা দেয়ার জন্য কলকাতার সিআইডি পুলিশ চিঠি পাঠিয়েছে। আমি আর আমার চাচা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব দ্রুতই আমরা কলকাতায় যাবো।
হত্যার পরিকল্পনা বুঝতে পেরেছিলেন এমপি আনার!
গত ১২ মে চিকিৎসার জন্য ঝিনাইদহের কালীগঞ্জ থেকে চুয়াডাঙ্গার দর্শনার গেদে সীমান্ত দিয়ে ভারতে যান সংসদ সদস্য আনার। ওঠেন পশ্চিমবঙ্গে বরাহনগর থানার মণ্ডলপাড়া লেনে গোপাল বিশ্বাস নামে এক বন্ধুর বাড়িতে।
পরদিন ডাক্তার দেখানোর কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই রহস্যজনকভাবে নিখোঁজ আনোয়ারুল আজীম।
গত ২২ মে হঠাৎ খবর ছড়ায়, কলকাতার পার্শ্ববর্তী নিউটাউন এলাকায় বহুতল সঞ্জিভা গার্ডেনস নামে একটি আবাসিক ভবনের বিইউ ৫৬ নম্বর রুমে সংসদ সদস্য আনার খুন হয়েছেন। পরে ওই ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে মানবদেহের খণ্ডিতাংশ উদ্ধার করে পুলিশ।
স্বাআলো/এস