জাতীয়

স্বতন্ত্র নির্বাচন করতে হলে দলীয় এমপিদের পদত্যাগ করতে হবে: ইসি রাশেদা

| November 28, 2023

নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা বলেছেন, দলীয় কোনো এমপি স্বতন্ত্র নির্বাচন করতে চাইলে তাকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে হবে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাজশাহীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতিমূলক সভা শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিএনপি নির্বাচনে এলে নির্ধারিত সময়ের মধ্যে আসতে হবে। তারা এলে তফসিলের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই বলে মন্তব্য করে ইসি রাশেদা সুলতানা বলেন, ইউরোপীয় ইউনিয়নসহ বিদেশি পর্যবেক্ষক যতো আসবে, নির্বাচন ততো স্বচ্ছ হবে। আর ভোটার উপস্থিতি বাড়ানো নির্বাচন কমিশনের কাজ নয়। কমিশনের কাজ ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থা করা।

এসময় তিনি আরো জানান, সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে সেনা সদস্য মোতায়েনের ভাবনা আছে কমিশনের।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply