কুষ্টিয়ায় ট্রাকচাপায় মুয়াজ্জিন নিহত

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: জেলার সদর উপজেলায় সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ডাম্পট্রাকের চাপায় মোহাম্মদ আলি (৭৩) নামে এক বৃদ্ধ মুয়াজ্জিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ আলি একই ইউনিয়নের ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয় খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আলি ফজরের নামাজ আদায় শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে নওদাপাড়া মোড়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগামী ডাম্পট্রাক তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ধাওয়া করে ডাম্পট্রাকটি আটক করে এবং এর চালক ও হেলপারকে ধরে ফেলে। পরে তাদের পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। স্থানীয় জনতা চালক, হেলপারসহ ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

শেখ রেহানার স্বামী-দেবরসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ঢাকা অফিস: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের নামে বিপুল অর্থ...

বজ্রপাতের সময় কী করবেন, কী করবেন না

বৈশাখ মাস শুরু হতেই বাংলাদেশে বেড়েছে বৃষ্টি ও বজ্রপাতের...

দাবি আদায় না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে সব পলিটেকনিক

ঢাকা অফিস: ছয় দফা দাবি পূরণের সুস্পষ্ট রূপরেখা না...

মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যা: তৃতীয় দিনে ১০ জনের সাক্ষ্য

লিটন ঘোষ জয়, মাগুরা: দেশব্যাপী আলোড়ন সৃষ্টিকারী মাগুরার শিশু...