Uncategorized

‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি’

| December 4, 2023

নড়াইলে ‘নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে বিনিয়োগ করি’ এ স্লোগানকে সামনে নিয়ে আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) এডাব নড়াইল জেলা কমিটির আয়োজনে নড়াইল প্রেসক্লাব চত্বরে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন চলাকালে নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন, এডাব নড়াইল জেলার সভাপতি কোহিনুর আক্তার, আশার আলোর নির্বাহী পরিচালক আফরোজা আক্তার, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি গুলশান আরা, এসো সমাজ গড়ির নির্বাহী পরিচালক এবিএম খালেদুর রহমানসহ অনেকে।

এ সময় বিভিন্ন এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা উপস্থিত ছিলেন।

বক্তারা, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যাতে নারীর প্রতি কোনো সহিংসতা না হয় সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply