নড়াইলে শারদীয়া দূর্গোৎসব উপলক্ষ্যে মত বিনিময় সভা

জেলা প্রতিনিধি, নড়াইল: আসন্ন শারদীয়া দূর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূঁজা মন্ডপসমুহের আইন- শৃঙ্খলা ও নিরাপত্তার রক্ষার বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাথে জেলা প্রশাসকের এক মত বিনিময় সভা মঙ্গলবার (৮ অক্টোবর) নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন ও জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নড়াইলের আয়োজনে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বতী শীল, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার এএইচএম মেহেদী হাসানসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পদস্থ কর্মকর্তা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, শারদীয়া দুর্গোৎসব সুষ্ঠ ,সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে উদযাপনের জন্য পূঁজা মন্ডপসমুহের সার্বিক আইন শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা ও সদস্যদর দিক নির্দেশনা প্রদান করেন। পূঁজা মন্ডপসমুহে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘঠে সে বিষয়ে সজাগ থেকে কাজ করার জন্য আহবান জানান।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী, রাজনৈতিক দল তাদের হীনস্বার্থকে চরিতার্থ করার জন্যই অনেক সময় ইচ্ছাকৃতভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির লীলাভূমি বাংলাদেশের অনন্য অবস্থানে আঘাত করে। সেক্ষেত্রে দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা বিসর্জনে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের জন্য আনসারব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্সও সদা জাগ্রত থেকে পূজামন্ডপে টহল পরিচালনা করবেন। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এবং দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ব্যাটালিয়ন আনসার মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। তিনি আরো বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে। পূজামণ্ডপ কমিটির নিজস্ব স্বেচ্ছাসেবক টিমেরও দায়িত্ব পালনের নির্দেশনা রয়েছে। এসব ব্যবস্থাপনা সুনিশ্চিত করতে হবে। তিনি বলেন প্রতিটি আনসার সদস্যই হবে এক একটি জীবন্ত সিসি ক্যামেরা। সেই চেতনায় তাদেরকে সার্বক্ষণিক নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে।

সেই সাথে তিনি আশাবাদ ব্যক্ত করেন, হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেক বাংলাদেশি অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপন করবেন। পাশাপাশি, তিনি অন্য সব ধর্মাবলম্বীদের, সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের, বৈষম্য বিরোধী ছাত্র জনতার সহযোগিতা ও সম্প্রীতি প্রদর্শনের মাধ্যমে অসাম্প্রদায়িক বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উদযাপনের শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে নিবেদিত হয়ে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের আহব্বান জানান।

জেলার এ বছর ৫৩৪টি পূঁজা মন্ডপে মোট তিন হাজার ৪৫০ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

মাগুরায় আ.লীগের ঝটিকা মিছিল, মুখে মাস্ক-হেলমেট

লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরায় হেলমেট ও মাস্ক পরে...

মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক: মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা...

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় শার্শার যুবক নিহত

মালয়েশিয়ায় ক্রেন দুর্ঘটনায় আসাদুল (৪০) নামে এক বাংলাদেশি নির্মাণ...

নদী ভাঙন রোধ ও রেগুলেটর চালুর দাবিতে কোম্পানীগঞ্জে হাজারো মানুষের মানববন্ধন

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়নে বামনী...