Uncategorized

পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

| March 10, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ‘দূর্যোগ প্রস্ততিতে লড়বো, স্মাার্ট সোনার বাংলা গড়বো’, এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষে র‌্যালি আলোচনা সভা ও মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মার্ট) সকাল ১০চায় সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি স্কয়ার মাঠে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে ডিসি মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার, জেলা ত্রাণ পুনর্বাসন কর্মকর্তা, সমাজসেবা অধিদফতরের উপপরিচালক, ফায়ার সার্ভিস স্টেশন অফিসারসহ ফায়ার সার্ভিস সদস্যবৃন্দ, রোভার স্কাউট, বিএনসিসি, স্কুল-কলেজের শিক্ষার্থী বৃন্দ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। সেখানে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড হলে করণীয় সম্পর্কে ধারণা দেয়া হয়।

স্বাআলো/এস

Shadhin Alo