লিটন ঘোষ জয়, মাগুরা: ‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নিয়ে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মৎস্য অধিদফতরের বাস্তবায়নে মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বুধবার (৩১ জুলাই) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ চাঁদের হাটে জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির এর সভাপতিত্বে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশিষ কর্মকার, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ডক্টর ইয়াছিন আলী, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মিহির কান্তি বিশ্বাস, সিনিয়র সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস সহ অন্যরা।
মাগুরা পৌরসভার ৮৩ কোটি ৬৬ লাখ ৭১ হাজার টাকার বাজেট ঘোষণা
মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, দেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে মৎস্যসম্পদের গুরুত্ব অপরিসীম। মৎস্য খাতে এখন অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের ভূমিকা সম্পর্কে আপনারা সবাই জানেন। মৎস্য সম্পদ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে সবাইকে সম্পৃক্ত হতে হবে।
অনুষ্ঠান থেকে জেলার চারজন সফল মৎস্যচাষি উজ্জ্বল শিকদার, অরবিন্দু বিশ্বাস, আনিছুর রহমান ও দিপংকর বিশ্বাসকে সম্মননা জানানো হয়। এর আগে সকাল ১০টায় জেলা প্রশাসকের বাসভবনের পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক আবু নাসের বেগ।
স্বাআলো/এস