জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ

| August 1, 2024

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা এবং সফল মৎস্য খামারী এবং মৎস্য চাষীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে।

জেলা প্রশাসন এবং জেলা মৎস্য অধিদফতর এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে গতকাল বুধবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদর উপজেলা মৎস্য কর্তকর্তা মোস্তাফিজুর রহমান এর সঞ্চালনে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক নূর কুতুবুল আলম।সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ব- বিদ্যালয়ের মৎস্য ফিসারিজ বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান সাজিদুল হক. সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান ঊর্মি,প্যালেন মেয়র আকলিমুনেচ্ছা রুবি,বাংলাদেশ মৎস্যজীবী লীগের জেলা শাখার সভাতি বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার,বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি জেলা শাখার সভাপতি খন্দকার মিজানুর রহমান মামুন প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলায় চারজন সফল মৎস্য খামারী এবং মৎস্য চাষীর মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

স্বাআলো/এস/বি