আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘ইসরায়েলের শত্রু’ এবং দেশের নিরাপত্তার জন্য ‘সরাসরি হুমকি’ হিসেবে অভিহিত করেছেন দেশটির সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ।
তিনি মন্তব্য করেছেন, নেতানিয়াহুকে বন্দি করে কারাগারে পাঠানো উচিত। গাজা উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসন এবং এর ফলে সৃষ্ট আন্তর্জাতিক ক্ষোভের পটভূমিতে এই মন্তব্য এলো।
সোমবার (১৪ এপ্রিল) রাতে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।
আনাদোলুর প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক সেনাপ্রধান ড্যান হালুৎজ বলেন, একজন শত্রু আছেন যিনি ইসরায়েলের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি, তার নাম বেঞ্জামিন নেতানিয়াহু। শত্রুকে দমন করা উচিত অথবা বন্দি করা উচিত, তবে হত্যা করা উচিত নয়।
হালুৎজের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। দলটি এক বিবৃতিতে এটিকে ‘গণতন্ত্রের বিরুদ্ধে গুরুতর উস্কানি’ বলে আখ্যায়িত করেছে যা ‘চরম বামপন্থিদের প্রধানমন্ত্রীকে হত্যা করতে উৎসাহিত করবে’।
দলটি আরো বলেছে, আইডিএফ (ইসরায়েলি সেনাবাহিনী) ইতিহাসে সবচেয়ে ব্যর্থ চিফ অব স্টাফ হালুৎজ প্রধানমন্ত্রীকে এমন শত্রু বলে অভিহিত করেছেন যাকে বন্দি করা উচিত। এটি মত প্রকাশের স্বাধীনতা নয়।
এই মন্তব্য এমন এক সময়ে আসলো যখন গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তি এবং যুদ্ধ বন্ধের দাবিতে ইসরায়েলি সেনা ও সাবেক সেনাদের একটি উল্লেখযোগ্য অংশ সরকারের ওপর চাপ সৃষ্টি করে চলেছে।
প্রদত্ত তথ্য অনুসারে, প্রায় ১৮ মাস ধরে গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে, যাতে প্রায় ৫১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, গাজায় সর্বাত্মক অবরোধ জারি রেখেছে ইসরায়েল, যা ভয়াবহ মানবিক সংকট তৈরি করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলি আক্রমণে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছেন এবং ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
যদিও গত ১৯ জানুয়ারি একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, কিন্তু মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ইসরায়েল পুনরায় গাজায় বিমান হামলা শুরু করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রমতে, গত ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলায় এক হাজার ৬১৩ ফিলিস্তিনি নিহত এবং চার হাজার ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
স্বাআলো/এস