জাতীয়

নড়াইলে ২ প্রার্থীর মনোনয়ন স্থগিত ও ১ জনের বাতিল

| December 2, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনের মনোনয়ন বাছাই অনুষ্ঠিত হয়েছে। এ বাছাই এ তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী নামে ভুল থাকায় এবং জাতীয় পার্টির মিল্টন মোল্যার বিদ্যুৎ বিল পরিশোধ না থাকাই মনোনয়ন স্থগিত এবং স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী সিকদার শাহাদত হোসেনের দাখিলকৃত ভোটারদের স্বাক্ষর সঠিক না থাকায় মনোনয়ন বাতিল করা হয়েছে।

শনিবার (২ ডিসেম্বর) জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। নড়াইল-২ আসনের বাছাই আগামীকাল রবিবার (৩ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক ও জেলা রিটানিং কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা নির্বাচন কর্মকর্তা জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজম্ব) জুবায়ের হোসেন চৌধুরী, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহাসহ নির্বাচনে অংশগ্রহণকারী দল ও স্বতন্ত্র প্রার্থীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

নড়াইল-১ আসন থেকে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। তারা হলেন, এ আসনের আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান এমপি কবিরুল হক মুক্তি, স্বতন্ত্র হিসেবে তার স্ত্রী চন্দনা হক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি অ্যাড. নজরুল ইসলাম, তৃণমূল বিএনপির শ্যামল চৌধুরী, জাতীয় পার্টির মিল্টন মোল্যা, জাতীয় পার্টির (জেপি) শামিম আরা পারভীন (ইয়াসমিন) ও স্বতন্ত্র প্রার্থী ব্যবসায়ী সিকদার শাহাদত হোসেন ।

এছাড়া নড়াইল-২ আসনে ৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থী ও বর্তমান এমপি মাশরাফী বিন মোর্ত্তজা, ওয়ার্কার্স পার্টির অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান, গণফ্রন্টের লতিফুর রহমান, এনপিপির মনিরুল ইসলাম, জাকের পার্টির মিজানুর রহমান, ইসলামী ঐক্যজোটের (আইজেও) মাহবুবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসাবে সৈয়দ ফয়জুল আমির লিটু ও নূর ইসলাম।

এ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১-৪ ডিসেম্বর, আপিল দায়ের ৫-৯ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ১০-১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply