Uncategorized

চুয়াডাঙ্গায় ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

| December 4, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা জেলার দুটি সংসদীয় আসনের ২০ জন প্রার্থীর মধ্যে মনোনয়নপত্র বাতিল হয়েছে সাতজন প্রার্থীর।

সোমবার ( ৪ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ড.কিসিঞ্জার চাকমা মনোনয়ন যাচাই বাছাই শেষে সাতজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানান।

চুয়াডাঙ্গা-১ আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দার ছেলুন, জাতীয় পার্টির এ্যাডভোকেট সোহরাব হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাকের পার্টির মোহাম্মদ সালাম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা, এম এ রাজ্জাক খান ও এম শহিদুর রহমান।

চুয়াডাঙ্গা-২ আসনে বৈধ প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী আজগার, জাতীয় পার্টির রবিউল ইসলাম, ন্যাশনাল পিউপলস পার্টির ইদ্রিস চৌধুরী, জাসদ (ইনু) দেওয়ান ইয়াছিন উল্লাহ, জাকের পার্টির আব্দুল লতিফ খান ও স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা।

বিভিন্ন কারণে মনোনয়নপত্র বাতিল হয়েছে, চুয়াডাঙ্গা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী আফরোজা পারভীন ও শেখ শামসুল আবেদীন এবং তাইজাল হক।

চুয়াডাঙ্গা-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ, নূর হাকিম, আব্দুল মালেক মোল্লা ও নজরুল মল্লিক।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply