ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি

সরকারি অফিস-ব্যাংক খোলা আজ

ঢাকা অফিস ঢাকা অফিস | May 17, 2025

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার রেকর্ড সংখ্যক টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে দুইটি সাপ্তাহিক ছুটির দিন, অর্থাৎ শনিবারও সরকারি অফিস, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে আজ শনিবার (২৪ মে) স্বাভাবিক নিয়মেই অফিস-আদালতের কার্যক্রম চলছে।

সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এবারের ঈদুল আজহায় সাধারণত ৬ দিন ছুটি থাকে। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে আরও দুদিন ছুটি ঘোষণা করেছে সরকার। এর ফলে আগামী ৫ জুন থেকে শুরু হয়ে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

এই অতিরিক্ত ছুটির সমন্বয় করার জন্য গত ৭ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, গত ১৭ মে এবং আজ ২৪ মে শনিবার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা রাখা হয়েছে।

ঈদুল আজহায় ১০ দিনের ছুটি ঘোষণা

প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, আজ শনিবারও সারা দেশের সরকারি অফিস, ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে। ব্যাংকগুলোতে গ্রাহকরা সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করতে পারছেন। তবে লেনদেন পরবর্তী কার্যক্রমের জন্য ব্যাংক সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘ সময় ধরে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন এবং নির্বিঘ্নে বাড়িতে যাওয়া-আসা করার সুযোগ পাবেন। একইসঙ্গে ছুটির সমন্বয় করে কর্মদিবস ঠিক রাখার উদ্যোগও নেয়া হয়েছে।

স্বাআলো/এস