পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি শেষে রবিবার (১৬ জুন) খুলেছে দেশের সরকারি অফিস, আদালত, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। দীর্ঘ ছুটি শেষে আজ থেকে আবারো কর্মব্যস্ত হয়ে উঠেছেন সরকারি চাকরিজীবীরা।
জানা যায়, গত ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়। এর আগে গত ৪ জুন ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। সরকার প্রথমে ঈদুল আজহা উপলক্ষে ৫ থেকে ১০ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করেছিল। পরে নির্বাহী আদেশে ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) আরো দুই দিন ছুটি বাড়ানো হয়।
এর ফলে ৫ থেকে ১৪ জুন পর্যন্ত মোট ১০ দিনের টানা ছুটি উপভোগ করেন সরকারি চাকরিজীবীরা। এই দীর্ঘ ছুটি নিশ্চিত করতে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখা হয়েছিলো।
ঈদের ছুটি উপলক্ষ্যে অসংখ্য মানুষ রাজধানী ছেড়ে গ্রামের বাড়িতে প্রিয়জনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যান। এতে ঈদ শুরুর আগে রেল, সড়ক ও নৌপথে রাজধানী থেকে বের হওয়া মানুষের ব্যাপক চাপ ছিলো।
ছুটি শেষে গত দুই-তিন দিন ধরেই আবার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। শনিবার ছিলো রাজধানীতে ফেরা মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মতো। ঈদ যাত্রায় ঢাকা ছাড়তে পারলেও ফিরতি যাত্রার শেষ দিনে গতকাল (শনিবার) অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে।
দীর্ঘ ছুটি শেষে আজ সকাল থেকে সরকারি, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের কর্মস্থলে যোগ দিতে দেখা গেছে। এতে ঢাকায় চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরতে শুরু করেছে।
স্বাআলো/এস