খুলনা বিভাগ

নড়াইলে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

| October 29, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার বসুপটি এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল চালক ৮০ বছরের বৃদ্ধ হারেজ মোল্যা নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) ঢাকা-নড়াইল যশোর মহাসড়কের লোহাগড়া উপজেলার বসুপটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বাড়ি লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃদ্ধ হারেজ মোল্যা বাইসাইকেল চালিয়ে বাড়ি থেকে এড়েন্দা হাটে যাচ্ছিলেন। পথিমধ্যে নড়াইল থেকে ঢাকাগামী নড়াইল এক্সপ্রেস পরিবহন ওই সাইকেল যাত্রীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাইকেল চালকের মৃত্যু হয়। তার ব্যবহৃত বাইসাইকেলটিও দুমড়ে মুচকে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন রাস্তায় ব্যরিকেড সৃষ্টি করে। যার কারনে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাবল বন্ধ হয়ে যায়। ফলে দুই পাশের দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। পুলিশের চেষ্টায় রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। #

স্বাআলো/এস

Debu Mallick