শেষ মুহূর্তে মার্কেট-শপিংমলে উপচে পড়া ভিড়

| April 8, 2024

ঢাকা অফিস: দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। ঈদের আগে শেষ মুহূর্তে ছোট-বড় মার্কেট ও শপিংমলগুলোতে চলছে জমজমাট বেচাকেনা।

সোমবার (৮ এপ্রিল) মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।

অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা করতে এসেছেন। বিভিন্ন মার্কেটে ঘুরে ঘুরে ক্রেতারা পছন্দের জামা-কাপড়, পাঞ্জাবি-পায়জামা, শার্ট-প্যান্ট, জুতা, শাড়ি, থ্রিপিস, বাচ্চাদের কাপড় কিনছেন। বেশি ভিড় লক্ষ্য করা গেছে, নারীদের শাড়ি, থ্রিপিসসহ বিভিন্ন পোশাক, জুতা ও প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে।

আগামী দুইদিন আরো বেশি ক্রেতার উপস্থিতি হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।

ঈদ উপলক্ষে মধ্যবিত্তের শেষ ভরসা হয়ে উঠেছে ফুটপাতের দোকানগুলো। শখ ও সাধ্যের মধ্যে যতোটা সম্ভব মিল ঘটাতেই নিম্ন আয়ের ক্রেতাদের প্রথম পছন্দ ফুটপাতের দোকানগুলো।

স্বাআলো/এস