চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার মোল্লা ব্রিকসে মোবাইল কোর্টের অভিযানে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা নামক স্থানে অবস্থিত ভাটাটিতে চৌগাছার সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী তাসমিন জাহানের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সাথে ছিলেন।
আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) প্রকৌশলী জাহান বলেন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুসারে উপজেলার নারায়নপুর ইউনিয়নে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোল্লা ব্রিকস নামক একটি ব্রিক ফিল্ডে জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং এ ধরণের কাজ থেকে বিরত থাকার জন্য সতর্কতা প্রদান করা হয়। তিনি বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বাআলো/এস