মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের বেনাপোলের গাজীপুর গ্রামে অভিযান চালিয়ে ট্রাকের টায়ারের ভিতর থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) মামুন হোসেনের বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
মামুন হোসেন জড়িত থাকার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয়েছে। সে পালাতক রয়েছেন। তাকে আটকের জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়ার নেতৃত্বে এলাকায় অভিযান চালানো হচ্ছে।
থানার ডিউটি অফিসার এএসআই এমামুল ইসলাম জানান, ওসির কাছে গোপন খবর আসে গাজীপুর গ্রামের মামুন হোসেন বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল এনে তার বাড়িতে ট্রাকের টায়ারের ভিতর বিশেষ কায়দায় ২৫০ বোতল ফেনসিডিল জমা করেছে।
এমন সংবাদের ভিত্তিতে স্যারের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার একটি টিম সেখানে অভিযান চালিয়ে ফেনসিডিল ও টায়ার উদ্বার করেন। এ সংক্রাতে পলাতক আসামি মামুন হোসেনসহ অজ্ঞাতনামা দুইজন আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া যোগদান করার পর থেকে একের পর এক মাদকের চালান আটক করছে।
তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা যতো বড়ই শক্তিশালী হোক না কেনো তাদেরকে আটক করে আইনের আওতায় আনা হবে।
স্বাআলো/এস