পটুয়াখালীর রাঙ্গাবালীতে এক তরুণীকে হাত-পা বেঁধে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয়ভাবে এবং অনলাইনে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশ বলছে, বিষয়টি রাজনৈতিক নয়, এটি একটি পারিবারিক ঘটনা।
শনিবার (২৮ জুন) রাতে উপজেলার মৌডুবী ইউনিয়নের মাঝের দেওর এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, বাইলাবুনিয়া গ্রামের শাখাওয়াত হোসেনের মেয়ে তন্নী এবং পাশের গ্রামের কামাল গাজীর মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিলো। পারিবারিকভাবে তাদের বিয়েতে সম্মতি না থাকলেও গত ২০ জুন তারা পালিয়ে বিয়ে করেন। বিয়ের পর থেকে তন্নী তার স্বামীর বাড়িতেই অবস্থান করছিলেন।
মুরাদনগরে ধর্ষণ ও ভিডিও ভাইরাল: শোবিজ অঙ্গনে তীব্র ক্ষোভ
শনিবার গভীর রাতে মেয়েকে ফিরিয়ে আনতে তন্নীর বাবা শাখাওয়াত হোসেন স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে নিয়ে কামালের বাড়িতে যান বলে অভিযোগ উঠেছে। মেয়েটি বাবার সঙ্গে যেতে না চাইলে কয়েকজন মিলে তাকে জোরপূর্বক ধরে নিয়ে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৩ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক হাত-পা বাঁধা অবস্থায় এক তরুণীকে টেনে-হিঁচড়ে নিয়ে যাচ্ছে।
ভিডিওটি শেয়ার করে তরুণীর স্বামী কামাল গাজী ফেসবুকে লিখেছেন, আমার বাড়ি থেকে আমার কলিজা বউকে এভাবে মেরে হাত-পা বেঁধে নিয়ে গেছে। দেশবাসীর সহযোগিতা চাই।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন গণমাধ্যমকে বলেন, ঘটনাটি রাজনৈতিক নয়, পারিবারিক। মেয়ের বাবা চাচ্ছিলেন না তার মেয়ে ছাত্রলীগকর্মী কামালের সঙ্গে থাকুক। তাই স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে মেয়েকে বাড়ি নিয়ে গেছেন।
তিনি আরো জানান, এই ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।
স্বাআলো/এস