Uncategorized

আবু সাঈদ নিহতের ঘটনায় ২ পুলিশ সদস্য বরখাস্ত

| August 3, 2024

রংপুর ব্যুরো: রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনায় সহকারী উপ-পরিদর্শকসহ পুলিশের দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার মনিরুজ্জামান।

সাময়িক বরখাস্তকৃতরা হলেন- রংপুর মহানগর পুলিশের এএসআই আমীর হোসেন ও কনস্টেবল সুজন। তাদের বিরুদ্ধে গত ১৬ জুলাই অপেশাদার আচরণ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে শর্টগান ফায়ারের প্রমাণ পেয়েছে মহানগর পুলিশ হেডকোয়ার্টার।

পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, কর্তব্য ও কর্মে অবহেলা, শৃঙ্খলা পরিপন্থী কাজ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশের বাইরে গিয়ে কাজ করায় তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তিনি আরো জানান, আবু সাঈদ হত্যার ঘটনায় অতিরিক্ত কমিশনার সায়ফুজ্জামান ফারুকীকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করা হয়েছিলো। গত পহেলা আগস্ট ওই তদন্ত কমিটির দেয়া অন্তর্বর্তীকালীন প্রতিবেদনের ভিত্তিতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদন পেলে সেদিনের সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ কমিশনার মনিরুজ্জামান জানান, চলমান সহিংসতায় জড়িত যেই হোক প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মহানগরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

স্বাআলো/এস

Debu Mallick